মুক্তি
       অম্বিকা মন্ডল


সমস্ত ক্ষমতা হারিয়েছে আজ
বাঁচা না বাঁচা সমান হয়ে দাঁড়িয়েছে
চক্ষুর সামনে
চারিদিকে যেন অন্ধকার বাসা নিয়েছে
দম বন্ধ হয়ে আসছে উঠছে হাহাকার


স্বপ্ন গুলি কেমন যেন অগোছালো
মনের মানুষের সন্ধান নেই,নিখোঁজ সেও
সমস্ত রং গুলো সাদা কালো হয়ে উঠেছে
বেমানান মনে হচ্ছে পৃথিবীতে
মুক্তি ও ধরা দিতে চায়না
বন্ধি হতে চায়না মুঠো হাতে


অনেক পথ হেঁটেছি
সাঁতরেছি পুকুর ,দীঘি , সাগর
তবে ঝিনুক খঁুজিনি
শুধু খুঁজে গেছি মুক্তো
চেয়েছি বারবার মুক্তি
       আর মুক্তি ।।