কথা গুলো জমা হয়েছে
বরফের স্তুুপের মতো
শব্দগুলো মিশেছে আকাশে
যা বিস্তৃত দিগন্ত
দিন রাত যাচ্ছে পেরিয়ে
সময়ের কাঁটা বেয়ে
মাস ঋতু বছরও পেরোয়
সাগরের জলরাশি ধেয়ে
কিছু রাগ থেকে যায়
অভিমানে ভরা
কিছু দূরত্ব বেড়ে যায়
খেলায় ভাঙা গড়া
কিছু ঘনিষ্ঠতা হারিয়ে যায়
বালিময় মরুভূমির তলায়
কিছু স্বপ্ন আশা
অতীতে চাপা পড়ে রয়
কত না বলা ভাবনা
ভেসে যায় চলে
আমিও চলি তাদের মতো
কিছু কথা না বলে।।