পণ নেওয়া ,পণ দেওয়া দুটোই অন্যায়
তবুও শত শত নিস্পাপ নারী আজও অসহায়
দুর্বিষহ হয়ে উঠে জীবনের গতি
বাধ্য হয় বহু নারী করতে আত্মঘাতী।


পুরুষ শাসিত সমাজে নারীরা শুধুই ভোগ্যপন্য
তাকে কেন্দ্র করেই নির্নীত হয়  মূল্য
মানুষের অপরিমিত লোভলালসা
পণ এর বিনিময়ে নারী পাচ্ছে শ্বশুরবাড়ির বাসা।


আইন রয়েছে,রয়েছে দোষীর শাস্তি
তবুও মনুষ্যত্বের অবমাননা শেষ হয়নি,মেটেনি ঘাটতি
সত্য এটাও-ঘটেনি মানষিকতার পরিবর্তন
আইন আর কীভাবে পারবে ঘটাতে অবসান।


পরিবর্তন আনতে হবে মনে
গ্রহন করতে হবে কল্যানমূলক কার্য
তবেই হবে  পনপ্রথা বিতাড়িত
শোষনের পথ নারী কে
করতে হবে না সহ্য।।