ভোরবেলায় দেখা যায়
ঐ জানালা দিয়ে
সূর্য কেমন পুব আকাশে
উঠছে ধীরে ধীরে
সূর্যকিরণ পরে যখন
সবুজ ঘাসে ঘাসে
শিশির ভেজা ঘাসগুলি সব
মুক্ত হয়ে হাসে
সকাল বেলার নীলাভ আকাশ
মৃদু মৃদু বইছে বাতাস
বলাকার দল চলেছে গগনে গগনে
আমি শুধু চেয়ে আছি একমনে
যখন তাকায় দূর হতে দূরান্তে
মনে হয় আকাশখানি নেমেছে বুঝি ওই প্রান্তে
গাছগুলি দুলে দুলে রয়েছে দাঁঁড়িয়ে
অপরূপ প্রকৃতিতে যায় মন হারিয়ে!!