শরৎ এসেছে
পেঁজা তুলোর শুভ্রতা,নীলবর্নে মিশেছে
ধাবমান তারা,গতিশীল তারা
শূন্য আকাশ্,মুক্ত মনে আত্মহারা।
ভেসে চলেছে মহাকাশ জুড়ে
শরতের সাথি -বলাকা,ডানা মেলে ওড়ে।
কখনও কখনও একরাশি মেঘে
ঢাকছে নীলাকাশ
কখনও বা তীক্ষ সূর্যরশ্মি
উত্তাপে নাভিশ্বাস।
পথের দুইধারে কাশবনে
দোলে কাশফুল একাত্মমনে,
শারদীয়ার আগমনে মত্ত সর্বজন
ঘন্টা,কাঁসি,ঢাকের আওয়াজে
অপেক্ষারত মন!!