ছোট্টো একটি ছেলে
বয়স বছর দশেক
স্থান নেই তার শরীরে
শিশুর আবেগ
কোমল দুই হাত সংসার টানে
নিয়তি তার, কোনো বাধা না মানে
সঙ্গী হয়নি কলরবে ভরা বইগুলো যাতে উই পোকাদের বাস
সঙ্গী হয়নি খেলার মাঠে
সাজানো সবুজ ঘাস
প্রখর রৌদ্র তার সঙ্গ দেয়
ক্লান্ত শরীর লুটিয়ে পরে
কোনো এক আস্তাকুড়ের ধারে
নরম হাতে শ্রমের চাবি
বন্ধ শৈশবের অজানা জলচ্ছবি
পরে  রয় ছেলেবেলা
খেটে চলে  এবেলা ওবেলা ।।