মনে পড়ে শৈশবের ফেলে আসা দিন
প্রত্যেক মুহূর্ত ছিল কতই না রঙিন
প্রথম হাঁটা, প্রথম কথা বলা
বড়ই অসম্ভব সকলেরই ভোলা
মনে পড়ে কত বায়না ভীড় করত মনে
মনে পড়ে কত আনন্দ ছিল ছোট্টো জীবনে
ছোটাছুটি খেলাধূলা মা-এর বকুনি
যে যাই বলতো..বলতাম আমি সব জানি
বিকেলের লুকোচুরি কিটকিট খেলা
পূজোর সময় বারবার ঘুরতে যাওয়া মেলা
ভাই বোনের সাথে ঝগড়া মারামারি
স্কুলের কথা বললেই ছাড়তাম ঘরবাড়ি
গামছার বড়ো চুল .ওড়নার শাড়ি
পরে পরে ঘুরতাম আমি সারা বাড়ি
কত সুন্দর ছিল শৈশবে
বলতাম বারবার বড় হব কবে
আজ বড়ো হয়ে ভাবি
কেউ কী জানে কীভাবে ছোটো হওয়া যাবে?