সারা দুপুরটা পেরিয়ে
যখন বিকেল এল নেমে
চারিদিকের বিষন্নতা
সব গেলো থেমে
তুমি এলে গোধূলি বেলায়
আমার জীবনে
সমস্ত নিরাবতা হারিয়ে
উল্লাস এল মনে
নিরাশার চোরাবালি
হলো বিতাড়িত
ধূসর চৈত্র মাস বড়োই উল্লসিত
তোমার আগমনে
বৃষ্টি স্পর্শ করলো মাটি
কত রঙে উঠলো সেজে বনের প্রজাপতি
খেয়াঘাটে বাধা তরী পাল তুলে দিলো
দখিনা বাতাসে নৌকাটি দূরে ভেসে গেলো
বাউলের দল একতারা হাতে
নতুন সুর তোলে বাঁকা ওই মাঠে
নতুন চেতনা আর নতুন উদ্দীপনায়
প্রস্ফুটিত হলো হৃদয়
তোমার একটু ছোঁয়ায় ll