হাইওয়ে গিলেছে অন্ধকার ।
গুঁড়ো কাঁচ আঁকে কুয়াশারা ।
জীবন তালুতে ভেজা তুলশী।
মুখ থুবড়ে খুচরো পয়সারা।


শুকনো মাটি মাখে কাদা।
পিঠে ট্যাটু টায়ারের দাগ।
সুগন্ধ ছড়ায় বিজ্ঞাপনি ধুপ।
আঙুলে যোগ। আবছায়া ভাগ।


তবুও গড়িয়ে চললো চাকা।
ফিনিক্স সঙ্গে করে নিয়ে ।
চবুতরায় কাঁদে কবিতারা।
আলিঙ্গন আগুনে গিয়ে ।


হাড় পাঁজরার ঢিপি আগুনে ।
সিগনালে থেমে গেছে গাড়ি ।
জীবনছকে সব বোরেগুলো।
সত্যকে নিয়ে করে আড়াআড়ি ।


অর্ণব ভট্টাচার্য