মেঘের মোহমায়া মুছে দিয়ে,
রামধনু রঙ এঁকে দিতে পারি।
শরীর ভেজানো অন্ধকার পেরোলে,
জানি পৌছাব তোমার বাড়ি।


মন্ত্র জাগবে না মাটির সহবাসে,
প্রতিদিনের সর্বনাশে নিশ্চুপ মরুভূমি।
থমকে গেছে জল মোহনার মুখে,
ভেঙে দিয়ে প্রবাহ জানতে চেয়েছিলে তুমি?


রসদের জন্য খনন চালায় রাত,
ছায়াপথ ঘিড়ে মোহমায়ী রাস্তাতে। y
ঋণের ডানা স্বপ্ন উড়ান দেয়,
শরীর গন্ধ লেগে থাকা অভিঘাতে।  


অর্ণব ভট্টাচার্য