দেরি করে এলে ঝিলে প্রিয় বলাকা,  
পুষ্প পত্র ঝরা শাখা প্রশাখা।
বসন্ত বালিকারা গেছে বহু দূর,
শরতের সাথে আর হয়না দেখা।


ভুলে গেছে বাজ দুটো মুখের ভাষা,  
ছাতিন গাছের ডালে বাঁধে না বাসা।
হিমালয় মুখ ঢাকা সাদা চাদরে,
কোকিলের গান বনে হয়নি শিখা।


একটি সাগরে দুটি জলের ধারা,
তটিনী অগ্নি গলা লাভা অতলে।
ছায়া পড়ে থাকে নিবু দীপ শিখায়,
শিকারির তিরে টিয়ে ভেঙ্গেছে পাখা।