ইংরেজি গানে পাই বড় স্বাদ,
ভাজি উচ্চাঙ্গে গলা।
বঁধুয়ার সাথে রই দিনমান,
প্রেয়সীতে মিটে জ্বালা।


ভাবি বসে শিল্পী সুরে
ঠাকুরের গান ধরে,
তাল-মান-লয় কি করে যে সয়
আমি ভাসি আঁখি নীরে।


আরও ভাবি
নজরুল সুরে দিয়েছে কেমন দোলা,
অন্তরে যেন কম্পন উঠে  
বিরহ বরণ মালা।


আমি রসহীন তন্দ্রাবিহীন,
নেই রসবোধ তাই,
রসগোল্লা ছেড়ে গোল্লায়
টোস্ট, চিড়ে ভাজা খাই।