অসময়ে দিলে দেখা
আমারে সখা।
আধো রাতে জেগে
ফুটানো কলি,
ঘুমের ঘোরে ভরি
শিউলি ডালি,
গোলাপ রেখে তাই
নিলে বিশাখা!  


ছিল হাস্না-হেনা
রজনীগন্ধা,  
কামিনি, বেলি, চাঁপা,
সূর্যমুখী,  
আমার ডালির
পানে মেলিলে আঁখি,
সুবাসে শিশির
মেখে হয়নি দেখা।


তুমি ছুঁয়ে গেলে বলে
অভিমানী-
ফোটেনি কলি আর
জুটেনি অলি,
বসন্ত আসেনি সে
কানন পাছে,
মলিনে মিশেছে
বা~সন্তী রেখা।