তোমাকে দেখেছি যবে,
     কতটা আপন ভেবে,
          প্রিয় হতে করি আবেদন।


তোমার চোখের নীলে,
     স্বর্গ সাজাব বলে,
          এ হৃদয় করি নিবেদন।


পাহাড়, পাথরও কাঁদে,
     গ্রহন চাঁদেও লাগে,
          পারিনি তোমায় ভোলাতে।


হৃদয়ের নাব্যতা,
     এ চোখের দ্রাব্যতা,
          পারেনি তোমায় গলাতে।


না পাওয়ার শুন্যতা,
     এ মনের মৌনতা,
          খানিকটা তুমি নিয়ে নাও।


দুঃখ পেয়েছি বহু,
     রুক্ষ হয়েছি দহ্যে,
          একবার এসে দেখে যাও।