গল্প তোমায় শুনাবো বলে, প্রয়াশ পেয়েছি যতো,
কেঁপেছি, ডুবেছি অথৈ সাগরে, বেদনার নীলে ততো।


শুনতে চেয়েছ, বহুদিন পর অপূর্ণতার কাঁটা,  
বিধেছে তোমায়, ভরেছে কটাল, বেদন চিকন ফুঁটা।


কাঁদাতে কখনো চাইনি, তোমার ভুল, বয়ে চলি দূরে,
মনের কথাটি করেছি গোপন, গেয়েছি তোমারই সুরে।


আপবাদ শুধু সয়েছি নীরবে, বিশ্বাস ছিল তবু,
কেঁদেছি কতটা, বুঝবে সেদিন, হয়তোবা তুমি কভু।  


ব্যাথাগুলো সব, হৃদয় গহীনে, ফসিলে পাথর খামে,
সোনার সাঁড়াশি গলায় পরেছি, বহুগুণ চড়া দামে।  


জীবনের নামে শোধে চলি আজও - প্রনয়ের প্রায়শ্চিত্ত,
ভুলতে চেয়েও, পাথর এ-বুকে, খোদাই করেছি নিত্য।


তোমার আমার গল্প মিলেছে, আকাশের সীমানায়,
খুজেছি তোমায়, তুমিও আমায়, কল্পিত কামনায়।