মনেপড়ে দীর্ঘশ্বাসে!
আপন, হয়ে গেলে পর নিমিষেই,
নিঃস্ব আর একাকীত্ব  
মুখথুবড়ে ফেলে রাখে অনন্ত কাল।


দারুন টানাপোড়েন, রক্তের স্রোত নিস্তেজ, অসার।  
শুকনো ধমনী-শিরা-উপশিরা,
ধিরে ধিরে ক্ষীণকায় তেজ দীপ্ত পেশী দিশেহারা আর মুহ্যমান।


বিবেকের বারণ - আর ও পথে যেওনা।
থেমে যাও, তবু বাঁধ না মানা খশে পড়া তারাসম, আবেগ ভাঙবেই সীমানা...  


না পাওয়ার যন্ত্রণায় উন্মত্ত, ধ্বংসের প্রয়াসে ব্যকুল,
হায়! বিবেকের শৃঙ্খলে আবদ্ধ,
ওই জীর্ণ ঘরে, যুগ যুগ ধরে।


আবেগ আর বিবেকের নিষ্পেষণে বিবেকের জয়,
প্রতিযোগী আজ মৃত প্রায়-নির্বাক।
তবু, অনুভূতি জাগা হৃদয়,
বিবেকের খাঁচা বাঁধা দেহে,
আবেগের উন্মত্ততা চলে,
জীবনের শেষ প্রান্তে অবশিষ্ট সৌরভ নিঃশ্বাসে।