দিন নেই রাত নেই কাজ শুধু কাজ,
তাড়াতাড়ি কর সবে সিপমেন্ট আজ!


টি-শর্টস-পলোশার্ট পোশাকের মেলা,
প্রতিটি সেকশনে শত ঝামেলা!


বায়্যারের এল/সি-তে সময় যে শেষ!
সাবকন. দিলে পরে বাঁচা যায় বেশ।


মার্চেন্ট ম্যানাজার প্রাত সমাবেশে,
এম.ডি-র সায় পেয়ে মিটি মিটি হাসে।


এভাবেই চলে যায় দিন থেকে মাস,
কেউ হয় মাতবর গোলাম খাস।


ঘামঝরা, ছেলে মেয়ে খেটে খেটে মরে,
তাতে কেনা পেট্রোলে পাজেরোরা চড়ে।


হায়! কত ইতিহাস প্রতিদিন ঘটে,
ভাগ্যের পরিহাসও কারো ভালে জুটে।


স্যার আজ ছুটি চাই বাড়ি যাব চলে,
চাচাজান বর পেল বিয়ে দেবে বলে।


কেও বলে বাপ আমার বেঁচে নেই আর
বেতনটা দিলে বড় ভাল হতো স্যার।


মোবাইলে কল আসে "তাড়াতাড়ি এস"
নিয়ে যাও সাথে করে যদি ভালবাস।


কাজ চলে হরদম মেশিনের মত,
আবেগের নেই দাম, রোবটরা যত।


সকালে লাইনচিফ, বুকে ব্যথা তার,
কাজ কর, ছুটি নেই – পি.ডি ম্যানাজার।


দুপুরে লোটায় মেঝে, স্ট্রোক করে ছিল,
অপরে সাজাবে বলে নিজ প্রাণ দিল।


রানা প্লাজা ধ্বসে আর তাজিন চিতায়,
পোশাক শিল্প তবু কাজ করে যায়।