ফুল,  ওগো সুবাস শোভিত
যৌবনা মধু রসে,
গুনগুন গানে পুলকিত অলি
দূর হতে ছুটে আসে।


তুমি আনমনে ফুট ফুলবনে
ঝরে পর নিরালায়,
বাসর রচাও, পূজাও সাজাও,  
কতজনে দলে যায়!


তুমি ফুট যথা হাঁসি ফুটে কত
স্বপ্ন তোমাকে ঘিরে,
ফুটা হাঁসি যেন নেই তার ইতি
আবার আসগো ফিরে...


তুমি এলে তাই সাজ সাজ রব
বসন্ত গায় গান,
শুকনো ডালে শ্যামল ছুঁয়ায়
ভুলে যাওয়া অভিমান।


তোমার আকুতি অপরের তরে
সাজানো সকাল দাও,
তোমার আহুতি মৃদু হাওয়াতে
বিকালেই ঝরে যাও।


তাইতো তোমায় রেখেদেব তোলে
আমার পংতিমালায়,
দেবোনা হারাতে আর দলে যেতে
আমায় যা দেবে তায়।