~~~মাছে ভাতে বাঙালি  ░  
           আর কেউ বলেনা ░
                  বাংলাদেশ, ░ ঘুমে রেখে
                                 ░ ছিনাশ জীবন, ঠাকুর
       পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্র ░ ঘরে জ্বালাস ধুপ।
                    ধুধু বালু ░
                সব-ই শেষ। ░ একাত্তরের সালাম শফিক
                                ▒ কোথায় কামাল
                রূপার ইলিশ ▒ দামাল দল,  
       স্বপ্নে দেখি, ফারাক্কা ▒  
          তোর মারছে মান। ▒ বঙ্গবন্ধুর
                                 ▒ ডাক এসেছে  
                  রাঘব রাবণ ▓ দাবী আদায় করবি চল।
           ফারাক্কা তুই,গঙ্গা ▓  
        মায়ের কাড়িস প্রাণ। ▓ বীর বাঙালি  
                                  ▒ রক্ত দিলি
               তিন তাশে তুই ▒ কেবল গেল একাত্তর,
                দেখাস খেলা ▒
     জন্ম থেকেই করলি যা, ▒ কেন তোরা
                                  ▒ নেশারঘোরে, জাগলে
                  হাতে মারিস ░ দেখিস আসবে ভোর।  
                ভাতে মারিস ░
    দেখাস বুড়ো আঙুল টা। ░ পানি আমার
                                  ░ সোনার দেশের
                পেটের ভিতর ░ ভয় করিনা রক্ত চোখ,
            দাঁত থাকে তোর ░
     চোখে রক্ত চোষার ক্ষুব,░ ন্যায্য হিস্যা
                                  ░ পানির দামে  
                                ░ রক্ত দিতে পাতবো বুক।


ফারাক্কা দিবসঃ ১৬ই মে (১৯৭৪সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফারাক্কা বিবৃতি এবং ১৯৭৬ সালে লং মার্চ) স্মরনে।


(কারু মনে আঘাত দিতে নয়, লেখার জন্য লেখা)