ভালবাসা আর ভাললাগা
তাঁর একই সুতে গাঁথা প্রান্ত,
ব্যবধান শুধু শ্রুতিব্যঞ্জনা
প্রণয়ের এ-সীমান্ত।  


ভাললাগা যেন পত্রসম
ভালবাসা তাঁরই গ্রন্থ,  
ভাললাগা থেকে ভালবাসা হয়
প্রনয়ের মূলমন্ত্র।


আত্মা বিনা অন্তর নয়
বাসা আর লাগা দুটি প্রত্যয়;  
কবি বলে যায় শুন মহাশয়,
এ দুই মুলতঃ একই বিষয়।


একের মনে উদিত সুরে
অপরের প্রাণে স্পন্দন,
দুজনে শুধু দেহে বিভাজিত
আত্মায় গড়া বন্ধন।