ছন্দে গানে পাগলপারা,
দোলছে দেখ কবিপাড়া,
বাঙালি আজ আত্মহারা!


সবাই বলে হলো একি !
হারানো সুখ ফের এলো কি?


গোয়াল ভরা গরু - ভেড়া,
গোলা - ডালা ধানে ভরা,
পুকুর - নদী মাছে ঘেরা,
রাত জেগে সব মেতে উঠা
"নকশিকাঁথার" গানে,
বাঁশের বাশির টানে.......