ইচ্ছা থাকলে উপায় হয় !
কালো কাকও ময়ুর হয় !
কাকতাড়ুয়া নামে হয়।
চকচকে যা সোনা হয় !


কাঁচের দলা হীরে হয় !
শেয়াল বনের রাজা হয় !
আঁকা মুরগি চেটে শেয়াল খুশী হয় !
আলুনি বেশ মজা হয়।


পিটিয়ে কাঁঠাল পাকা হয় !
কাঁঠালেও আমসত্ত্ব হয় !
বাতাসেও প্রাসাদ হয়।
যা লিখ তাই কাব্য হয় ?


বালিকারা বৃষ্টি ভিজে বুড়ি হয়।
লজ্জা-জ্ঞানে প্রিজারভেটিব দেয়া হয়।
মজা পেতে প্রজার চামড়া নেয়া হয়।
সং সেজে ঢং তালবেতালে নাচা হয়।