হৃদয় মাঝে রওগো নীরব
শুকতারাময় নীল আকাশ,
চাঁদের কিরণ আত্মগোপন  
আঁধার মাঝে পাও প্রকাশ।


লাজুক রাঙ্গা মায়ার নয়ন -
চাঁদ জেগে রয় শেষ রাতে,
ঝাঁপ দেবে সে গঙ্গা জলে
কোন অভিমান তার সাথে ?


সবই আলোয় মিটলো পিয়াস
চাঁদ, কেন হায় নিদ পীড়ন,  
ঝিলিক লেগেই লেগেছে দাগ    
এক পলকের উদ্দীপন।      


আশায় কিরণ ডুবছে দেখো
অনাদরের নীল রেখায়,  
কোন আলোকের আঁখির বাঁধন
চাঁদ ঢলেছে ঘোর নেশায়।