তুমি চলে গেছ ভাল কথা
আবার কেন ফিরে আসিলে এ হৃদয়ে?
এতদিনে যেখানে ধূলার বিস্তর আস্তরন পড়েছিল,
সেখানে কেন আবার ফোঁটাতে চাও ভালবাসার নতুন ফুল।
তোমাকে ভুলে গেছি অনেক দিন পূর্বে
সেদিন অন্ধকারের এক আবহে ডেকে গিয়েছিল
আমার অপাংক্তেয় হৃদয়,
ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক
পৌষের কোন শেষ বিকেলে
তোমার হাতে ছিল আমাকে ভুলে যাওয়ার শেষ ফরমান।
তুমি আমার দিকে আর ফিরে তাকালেনা
সেদিন থেকে সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম,
আমি ভুলে গিয়েছিলাম তোমার সব সুখ স্মৃতি
পর্বত সমান কষ্টের মালা।
আজ তোমার ফিরে আসা
কোন নতুন ছলনা নয়তো?
আবার কি ফাসাতে চাওয়া তোমার মায়াজালে।
কষ্ট কি এতদিনে আমি ভুলে গিয়েছি
এখন আর ব্যাথারা আমায় খুঁজে না,
তবু এই শ্রাবনের দিনে
তুমি ফিরে এলে
ভালবাসার পশরা দিতে চাও আবার আমায়
কেন এই প্রশ্নটা বারবার আমায় ভাবায়?
স্পন্দিত হৃদয়ে তাই স্মরন করে পুনঃবার
যদি ফিরে আসে সেই দুঃখের স্মৃতি আবার।



২৬ জানুয়ারী,২০১১
সমুজ আলী কলেজ