ভালবাসার নীল প্রজাপতি আর ডানা মেলেনা
তোমার দুঃসহ স্মৃতি গুলো আমায় তাড়া করে না,
কাল বৈশাখী ঝড় মরুভূমির তপ্ত বালুচর
হৃদয় মিনারে বাজে ব্যার্থ বাঁশির সুর।
অন্তত কাল ধরে এ চেনা পথ জানা পথে
তুমি আমি চলছি কত একসাথে,
অথচ তোমার মনের ভিতরে লুকায়িত প্রতারনা
আমার সহজ সরল মনের জানা ছিল না,
তুমি চলে গেছ ছেড়ে আমায়
তোমার বিরহ স্মৃতি গুলো তবুও কাঁদায়
ব্যার্থতায় ব্যার্থতায়  ভরে গেছে এই মন
এভাবে কাটবে কি সারাটি জীবন?
স্বপ্নের আধাঁরি দূর কি হবেনা আর?
জানি ফুটবেনা আর কোন ফুল হৃদয় মাজার।