এই যে তুমি
কিশোর চোখে
আঁধার ভাঙার
স্বপ্ন দেখাও।

এই যে তুমি
বাঁধনগুলো
ছিঁড়ে ফেলার
মন্ত্র শেখাও।

এই যে তুমি
মাঝ গগনের
সূর্য থেকে
আগুন আনো।

এই যে তুমি
যখন তখন
হুহুঙ্কারে
বজ্র হানো।

সেই তুমিটাই
হঠাৎ কেন
উল্টো সুরে
গাইতে থাকো?

মুখ ফিরিয়ে
উল্টো ধারায়
নৌকোখানা
বাইতে থাকো?

সেই তুমিটাই
কোন ম্যাজিকে
এমন করে
বদলে গেলে!

ঘোর হতাশার
অন্ধ কুয়োয়
জবাব খোঁজে
কিশোর ছেলে।

ব্যর্থতা আর
অবিশ্বাসে
ফুরিয়ে যাওয়া
গাঁয়ের ছেলে।
(৩০/১০/২০২০)