'গতসপ্তাহের থেকে -টি কবিতা এখানে দেখানো হচ্ছে।' নামক এই প্রহসন অবিলম্বে বন্ধ করা হোক। কবিতার আসরের এই অংশটিতে অধিকাংশ সময়েই এমন লেখা দেখানো হয় যা কবিতা পদবাচ্য হওয়ার যোগ্য কিনা আমার সন্দেহ। কবিতার আসরে যে কোনও লেখাকে প্রকাশ করা হয় সকল সদস্যকে উৎসাহিত করার জন্য এ বক্তব্য নাহয় মেনে নেওয়া যায়। কিন্তু সপ্তাহের লেখাগুলি থেকে কয়েকটি যখন আলাদা করে দেখানোর ব্যবস্থা আছে তখন সেগুলোর মান সম্বন্ধে একটি বিশেষ ধারণা নিয়ে আমরা পড়তে যাই। আর যখন সেখানে হাস্যকর, জোর করে অন্ত্যমিল আনা অদ্ভুত লেখা দেখতে পাই, কষ্ট হয়।
যাঁর লেখা দেওয়া হয় তাঁর এক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু যিনি দিচ্ছেন তাঁর দায়িত্ব থেকেই যায়। যদি নির্বাচিত কবিতা দিতেই হয় তাহলে যিনি নির্বাচক তাঁর একটি মন্তব্য কবিতাটির সাথে দেওয়া হোক যেখানে তিনি নির্বাচিত কবিতাটির গুণ উল্লেখ করে লিখবেন কেন গত সপ্তাহের অন্য লেখাগুলোর থেকে তাঁর নির্বাচিত কবিতাটি উন্নত মানের। এই ব্যবস্থা করা হলে আমরা তাঁর সঙ্গে কবিতাটির সম্বন্ধে আলোচনা করতে পারবো। এটাও ওনাকে দেখাতে পারবো যে সেই বিশেষ সপ্তাহে নির্বাচিত কবিতা থেকে আরো ভাল কত কবিতা ছিল যেগুলো ওনার নজরে পড়ে নি। জানা যাবে তিনি নিজেই বা সেই সপ্তাহের কতগুলো কবিতা পড়েছেন।
নতুবা এই প্রহসন বন্ধ হোক। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। আসলে এই আসরের গুণমান উন্নত হোক আমি সেটাই চাই।