কতদিন মাখো নি গায়ে
যুবতী চাঁদের থেকে
চুঁইয়ে পড়া লুটোপুটি আলো।
শ্রাবণের রিমঝিম গানে মাতোয়ারা
বেহিসেবি উচ্ছ্বাসে
কতদিন মাতো নি বলো
অবিরাম বরিষণ স্নানে।
বিস্তীর্ণ সবুজ ঘাসে ঘাসে
সঞ্চিত বিন্দু বিন্দু হিমেল শিশিরে
কতদিন ভেজাও নি পা,
পৌষের কোনো এক ভোরে।
কতদিন হয় নি দেখা
কুয়াশার জাল ছিঁড়ে
কমলা সূর্যোদয় নদীর ওপারে।
অকারণ পুলকে কতদিন
গলা ছেড়ে হয় নি গাওয়া গান,
অরণ্যে পাহাড়ে রহস্যময়
নীরবতা খান খান ভেঙে।
জ্যোৎস্নারাতে মাঝ গাঙে
হাল ছেড়ে নৌকায় পাল তুলে
নিরুদ্বেগ ভেসে থাকা
হয় নি কতদিন।
কতদিন কারণে অকারণে
হাসতে ভুলেছো প্রাণ খুলে।
যতো কাজ পিছু টান
সব কিছু ভুলে অখণ্ড অলসতায়
ঠাঁই বসে বসে দেখা
গাছেদের ডালে ডালে পাতায় পাতায়
জানা অজানা পাখিদের নাচ
ভুলে গেছো কতদিন।


কতদিন কত যুগ
বুক ভরে বাঁচতে ভুলেছো।
          (১৯/১১/২০২০)