তোমার কাছে আঁজলা ভরে
চেয়ে নিলেম হিমেল ব্যথা।

নির্জনতা বিছিয়ে দিল
উষ্ণ আঁচল, কোল-বিছানা।

ছটফটানি শ্বেতপায়রা
ভালবাসা উড়াল দিল।

দু'কুল জুড়ে বৃষ্টি তখন,
দু'চোখে ঝিরঝির ঝর্ণা।

ঝর্ণা থেকে শব্দ খুঁজে
খুঁটে খুঁটে সাজিয়ে নিয়ে,-

আঁজলাভরা হিমেল ব্যথা,
বর্ণমালা দিলেম তোমায়।
           (২৯/১০/১৯৮৭)