হঠাৎ সেদিন স্বপ্নে- স্বর্গে গেছি চলে
কবিরদল ভীড় করেছে আমার চারিদিকে,
সাম্যবাদী নজরুল, এগিয়ে এসে বলে-
সাম্য কোথায় তোর কবিতায় আর এখন বাংলাদেশে?
মুচকি হেঁসে বললাম আমি-বুঝছ ভালোই ব্যাটা
সাম্যের কথা বললে পরে খাচ্ছে লাথি-ঝাটা।
কথা শুনেই রবীন্দ্রনাথ এগিয়ে এসে বলে-
দেশের থেকে প্রেম কি তবে একেবারেই গেছে চলে?
বললাম আমি-দিয়েছিলে কয়েকখান গান বটে
সুর করেছ যা,তাকি কেউ আর এখন শোনে?
এখন শোনে রক মিউজিক তাতেই সবাই নাচে
দেশ মেতেছে শাকিরা আর টেকো পিটবুলে।
বলছিলেনা,প্রেম কি আছে?হ্যা প্রেম আছে বটে
সেটাও আবার পার্কে পার্কে আর মোটা মানিব্যাগে।
শুধালো তখন সুকান্তদা-ভবিষ্যত কি তবে?
বললাম আমি-নো চিন্তা,রাজনীতিতো আছে।