ফিরতে চাইনি,তবুও তোমার ডাকে
আবার সাড়া দিলাম,চাওয়া গুলো
পূর্ণ করার প্রতিশ্রূতি নিয়ে।কবিতা-
তোমাকে ছাড়া খুব একা লাগে।


এইতো সেদিন ভালোবাসা,কাছে থেকে
দূরে চলে গেল,রাত জেগে জেগে শুধু
তোমার সৃষ্টির নেশায় মাতি বলে।ও
তোমায় সত্যিকারের সতীন ভাবে।


তাই আর, তোমার কাছে চাইনি ফিরতে
রাত্রিবেলা থেকেছি একা,মধুরাত হয়েছে ভোর
নিঃসঙ্গ জীবন আর শূন্য বাহুডোর।নিয়ে এলো
কাছাকাছি,ভালবেসে তোমার সম্মুখে সযতনে।


আজ সৃষ্টি সুখের উল্লাসে মাতি,আনন্দে থাক মন
প্রিয়া যদি যায় চলে ভুল বুঝে যাক। তাকে
ফেরানোর কি প্রয়োজন?তোমার সৃষ্টির আনন্দে
মিশে থাক মোর হৃদয় সদা-সর্বক্ষণ।