একটা মিশাইলে যখন অনেক প্রাণ যায়
তাই গুলি নয়, আমি মিশাইলই মারতে চায়।
সে সেনার বুকে নয়, যে মিশাইল ছোড়ে
আমি তারই সামনে মারতে চায় তার সন্তানকে।
অতঃপর তার বউ যখন শোকে কাঁদবে
বলব তাকে, এমনি করেই প্রতিটি মৃতের মা কাঁদে।
কিবা ফিলিস্তিনি,কিবা মালয়েশিয়ার বিমান
প্রতিটি মৃতের মায়ের হৃদয়ই সমান।
হে সেনা,তুমি কি বীর? নাকি পাষন্ড পৃথিবীর
দিনে দিনে কেন করে চলেছ পৃথিবীকে অস্থির।
থামাও গুলি,গাও সাম্যের গান আবার
বন্দুক নিয়ে নয়,সময় এসেছে-ফুল নিয়ে যুদ্ধে যাবার।