সব চলে যায়,রয়ে যাও তুমি
মুক্তি মেলে না আমার,তোমার থেকে।
অসহ্য লাগে আজ সব কিছু,বন্ধুত্বও।
অনেকে ঘৃণা করে,অনেকে নোংরা ভাবে।
এর জন্য-যতটুকু তুমি দায়ী,তার থেকেও আমি
দেশ,সমাজ,রাজনীতি সব ঠিক আছে,শুধু
তুমি বেড়ে চলেছ।কথা শুনে হাসেন অন্তর্যামী।
বেকারত্ব-এ দুঃসহ যন্ত্রনার ভার,আর কতো?
এর জন্য কি শুধু আমি-আমরা দায়ী?নাকি
সরকার,শিক্ষাব্যবস্থ্যা আর নোংরা রাজনীতি??