তোমার চোখের কাজল নিয়ে ছবি অাঁকতে বসেছিলাম
চোখ বুজে অনেক ছবি এঁকে এঁকে,যখন চোখের বাঁধন খুলেছি
শুধুই অবাক হলাম-আমি নিজেকে কিভাবে অাঁকলাম?
তোমার ঐ চোখের কাজলে যে রয়েছি,সেদিন থেকেই বুঝেছি।
সেই থেকে শুরু-জীবনে নতুন নতুন করে ফাগুন এলো
পলাশ ফুলের রঙটা ফিকে লাগা শুরু হলো-লাল লিপিষ্টিকের কাছে,
দখিনা বাতাসে যখন দোল খায়-তোমার এলো চুল গুলো
মনে হয়,ঐ দীঘল কালো চুলের কাছে কলঙ্কের কালিও হার মেনেছে।
মাঝে মাঝেই শাপমোচনের মাধুর সাথে তোমাকে মিলিয়ে ফেলি
তুলনাহীনার মতো এ হতভাগ্য জীবনের সাথী হতে এসেছো,
আমি বাস্তবে তোমাকে পাই,যা কল্পনায় এঁকেছিল ফাল্গুণী
মেমসাহেবের মতো তোমাকে কাছে চাই -আরো গভীরতর।