রাত্রির নিস্তদ্ধতায়, শুনতে পায়-
গাছের শাখায় শাখায়
যে পাখিরা বাসা বেধেঁছে,
তারাও বলছে-
তোমার ঐ কাজল কালো চোখ দেখেই
ওরা ওদের নীড় গড়েছে।


হঠাৎ পাশের মহুয়ার বন থেকে
গন্ধ এসে নাকে লাগে।
একটু পরেই ফিসফাস শব্দ
আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে
মহুয়া নাকি গন্ধ পেয়েছে-
তোমার দীঘল কালো চুল থেকে।


যে বাশিওয়ালার আনন্দসুর
সারা রাত ধরে শুনতাম
সেদিন হঠাৎ শুনি-
বাঁশিবাজে-নিদারুন করুণ সুরে।
বাঁশিওয়ালাকে শুধালাম
হঠাৎই কেন এমন হলো?
মান করেছে বাঁশি-
বিধাতা কেন তোমার নাকটিকে
ওর থেকে সুন্দর গড়লো !!


পিপড়াগুলো দলে দলে ছুটেছে আজ
ওরাও দেখি তোমার পানেই ছোটে।
ঘ্রাণ পেয়েছে ওরা-
তোমার ঠোটের কোণে এক বিন্দু জল জমেছে।
শুধালাম,এটা কি এমন মিষ্টি আর?
ওরা বলল-এ ভুবনে জুড়ি মেলা ভার।