ওগো ,
বার্তাবহ ঈশ্বরের দেবী
পথ ভুলে এসেছিলে কি?
নাকি নতুন নতুন ছলনায়
ডোবাতে-মোর আঙিনায়?
করুণ খেলা খেলে গেলে
ব্যাথা দিলে খেলাছলে।
তোমার,
সে অকুরণ খেলা
ভেঙে দিল ভেলা।
ঠাই নেই অথৈ জলে
ডুবিতে বসেছি সাগরে।
ছলনাময়ী,
যা করেছ দান
অসীমের সমান।
মোর কাছে রাখিব বাধিয়া
জীবন কাটাব তোমারে স্মরিয়া।
তুমি,
বিধাতার অশেষ দান
করিয়াছ যে মান।
ভাঙিব কি করে জানিনা
যতটুকু যা করেছ দান,
সে তোমার পরম করুণা।