আকাশে ধ্রুবতারাটার দেখা পাই
অভিমানী চাঁদ গেছে কবেই চলে,
মৃত্যুর ফাঁদের মতো,ভালবাসা আজ
জীবনে আমার ফিরে ফিরে আসে।


কবিতা তাই আর লিখতে বসিনা
পথে নামার চিন্তা এখন মাথায়,
বেকারত্বের অন্ধগলি থেকে তবুও
মাঝে মাঝেই ভালবাসা উকি দিয়ে যায়।


জীবনকে ছাড়তে পারি না,কিছুটা দায়িত্ববোধ।
ভালবাসাকেও কাছে টানতে পারিনে,
জীবনের বাকেঁ বাকেঁ হোচট খায়
বেকারত্বের কোরাল গ্রাস আষ্টে-পৃষ্ঠে আকড়ে ধরে।