নীরেনবাবুর বন্ধু অমলকান্তির ছেলে আমার বন্ধু,
ওর নাম কমল,কমলকান্তি।
আমরা সবাই জানি-ওর বাবা রোদ্দুর হতে চেয়েছিল,পারেনি।
তাই ওকে একদিন প্রশ্ন করি-
তোর বাবা রোদ্দুর হতে চেয়ে পারেনি, তুই কি চাস?
ও সোজা উত্তর দেয় না
একটু ভাবে,তারপর বলে-বাবা ভাবতে ভাবতে চলে গেছেন
তাই আমি আর বেশী ভাবিনা,তবে আমার চাওয়া পূর্ণ হবে।
আমি প্রশ্ন করি-তোর কি চাওয়া?
ও বলে চলে-আমি রোদ্দুর নয়,অন্ধকার হতে চায়।
সহসাই অবাক বিস্ময়ে প্রশ্ন করি-কেন?
ও বলেই চলে-
আজ সবাই নিজের স্বার্থের কথাই ভাবে,
পৃথিবীতে ধর্মান্ধতা বেড়েছে
ধোয়ায় ধোয়ায় আকাশ ছেয়েছে,
সবুজ উজাড় হয়ে যাচ্ছে,
গুলির শব্দে কান ফাটে,মানুষের আর্তনাদে বুক ভেঙ্গে যায়।
অামি অবাক হয়ে শুনে চলি-
ও বলেই চলে-
এই আর্তনাদ,স্বার্থপরতার মাঝে কি করে আমি আলো খুজব?
তাই অন্ধকার খুজি,
যদি সমস্ত অন্ধকারের পরে,নতুন কিছু পায়।