মায়াবী চাঁদ জোছনা ছড়ায়ে
ডাকিছে তোমারে-আমারে
নীরালায়।


বধূয়া-
চুপিসারে আস কাছে
বসে থাকি চলো হাতখানি রেখে হাতে।


আমি নিরুপায়-
তোমারে দেখিয়া ভুলিয়াছি জোছনারে
শুধু তোমারই মুখখানি চাই দেখিবারে।


দোহাই যামিনী-
পোহাইওনা আজি আর
সময় হয়েছে চাঁদ হেরি বধূয়ারে দেখিবার।


শশী তুমি-
সখী হতে অস্পষ্ট থেকে অস্পষ্টতর
বলিতেছে আজ মোর অন্তর।