আকাশ আমায় ডাকে
স্মৃতির জানালা খুলে।
পাখির মতো যাব
ডানা দুটি আজ মেলে।


ধ্রুবতারার সাথে দেখা হবে যবে
চলবে মান-অভিমান।
সাক্ষী তো সেই,প্রথম থেকে
শুরু হয়েছিল যখন প্রেমের গান।


বিরহ রোদন আজ মনে জাগে
স্মৃতি বড় জ্বালাময়।
জীবন এখন বড়ই বাস্তববাদী
তবু মনমাঝে কেন আবেগ বয়?


প্রেম আলাপন যখন তখন
মনের কোণে উকি দেয়।
ভালবাসা হলো বড় জ্বালাময়ী
তবু মন ভালবাসতে চায়।