এখনো আধার নামে সন্ধের পরে
কুয়াশা আসে চুপিসারে।
গ্রীষ্মের দবদাহের অসহ্য যন্ত্রনা পার করে
জীবনে নতুন ভোর আসে।


মাঝে মাঝে মনে হয়,কেন এই নতুন ভোর আবার?
মরে গেলেই শেষ হতো সব যন্ত্রণার।
চারিদিকে মানুষেরা করছে শুধু হিংস্রতা
কতশত মেয়ে আজ হচ্ছে ধর্ষিতা।


জীবনের নানারুপ প্রকাশিত হয়
কখনো আনন্দ কখনো সীমাহীন যন্ত্রনায়।
আজ আনন্দ গেছে চলে
শুধু সীমাহীন যন্ত্রনাকে রেখে।


করজোড়ে মিনতি আজ বিধাতার কাছে
ফিরায়ে দাও মানুষকে-মানবিকতারে।
আর কোন বোন যেন না হয় ধর্ষিতা
মানুষের মাঝে ফিরে অাসুক মানবিকতা।