তালামারা ঘরে পোড়ে, জীবিত মানুষ
কখনো-বা বাড়ি ধ্বসে, জীবন হারায়
বেঁচে থাকা যেন পাপ, জনমেই দোষ
মরে গিয়ে দুনিয়ার, ঋণ শোধরায়!


শোষকের কাছে তারা, শুধু ধামসান
শ্রমটুকু শুষে নেয়, লোলুপ চামার!
বাঁচার তাগিদে হুতি, জান অবসান
মজলুম আর্তি উবে, উপরিক ধার!


বঞ্চিত, ক্লিষ্ট মজুর, নাকচ আরিজ-
লাশের বদলে কারো, পকেটের স্ফীতি
বাঁচা-মরা অধিকার, অবাধ খারিজ
রাষ্ট্রের জিডিপি তলে, চাপা পড়ে নীতি!


শাসক-শোষকে মিলে, চেটেপুটে ভোজ!
গোজামিলে খতিয়ান, চাপা পড়ে রোজ!
-------------------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
শব্দার্থ: ধামসান<দলিত, অচ্ছুত, অপমান / আরিজ<আর্জি, আবেদন, নিবেদন / উপরিক<যিনি উপরে আছেন, শ্রষ্ঠা।