দিন আসে রাত যায়
গোল্লায় মানবতা,
যে যার মতো থাকে
নিরাপদ নীরবতা।


ভন্ডামী ফেরি করে
সন্ন্যাসী ধরে ভান,
মতি গতি সাধকের
লজ্জার কাটা কান।


নিয়মের কড়াকড়ি
ভোগ করে জনতা
চুরি করে ছাড় পায়
নিজ দলে জড়তা।


মিথ্যার সমারোহে
আহ্লাদি খোকারা
নিরাপদ দূরত্বে
বুদ্ধিমান বোকারা।


জুজুবুড়ি পিছে টানে
ক্ষমতার আশ্রয়,
ভাত ঘুমে জনগণ
পেয়ে যায় প্রশ্রয়।