অনেক দুঃখকষ্ট সহ্য করে,
অল্প কিছু জমানো আনন্দ-
এখনও প্রাণপণে বাঁচার চেষ্টা করছে!
বসন্তের ভাঙ্গা কিছু টুকরো হাতে
আঁকড়ে থাকা আকাশের বাহু বরাবর-
হেঁটে চলেছে অপ্রীতিকর সময়ের উঠোন পেরিয়ে।
কিন্তু পাপ ভরা মাটির ঘুমন্ত গর্ত থেকে
প্রবাহিত হতে থাকে নীরবতার কালো রাত।
বেদনাদায়ক জাল সত্যের রমরমা বাজারে
এখনো অল্প ক'জন কবি
করুণ ও চূর্ণ বেদনা নিরাময় করার চেষ্টা করছে,
এবং জীবনের জঞ্জালকে টেনে নিয়ে যাওয়ার সময়
মোকাবেলা করছে জগতের কুৎসিত ভ্রুকুটি।
অথচ চলার পথকে আরও কন্টক করে তুলছে
স্বরচিত খ্যাতি লাভ করা বিকৃতাঙ্গ দৈত্য!