অন্ধকারে দাঁড়িয়ে একাকী কাঁদে নীরবতা
পুরাতন পৃথিবীর খোঁজে,
যে বিষণ্ণ শোক দীর্ঘশ্বাস ফেলছিলো এবং
ঝড়ো হাওয়া সহ্য করে বিপ্লবকে এগিয়ে নিচ্ছিলো
তারাও সামিল হয়েছে অপেক্ষায়।


একটি বিশেষ আনন্দিত প্রহরের আলো হাতে
জড়তাধিক্যে কাবু এবং অবসন্ন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে
নির্দোষ দুঃখগুলোকে কবিগণ শান্তনা দেন পরম মমতায়।
চুর্ণ দিবসগুলোর জন্য আর আফসোস না করে
পৃথিবীর বুকে বুক চিতিয়ে দাঁড়ায় সাহসী কবি!
দীর্ঘজীবি হোক কবি ও কবিতারা।