আমাদের হরিদাস খুব প্রতিবাদী!
ভাব খানা বিপ্লবীর, মুখে সুর মেও,
লেখালেখি কথাবলা বুঝে শুনে বাও,
দিনমান জনসেবা, সমাজ দরদী!
দেশব্যাপী নাম কিনে দুখীর আজাদী,
স্থান বুঝে ধ্যানে থাকে, করে নাকো রাও,
ঝোঁপ বুঝে দাও মেরে, ভাগ পায় ফাও,
দয়ার শরীর তাই মানবতাবাদী!


বাধাহীন করে সাধু পাপের আবাদ,
হাত তালি দেয় তারে, কতক আবাল!
তারিফ বাড়ায় তার, সীমাহীন লোভ,
যার ফল সমাজেতে সুখ বরবাদ,
দ্বিধা লয়ে যায় দিন, মানুষ নাকাল,
দিনে দিনে দানা বাধে জনতার ক্ষোভ।
----------------------------------
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস–অষ্টক-কখ খক, কখ খক, ষষ্ঠক-গঘঙ,গঘঙ)
বি. দ্র. সনেট এক্সপার্ট কবি বন্ধুগণ ভুল ত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।