শোনরে মোমিন বাতাস পানে, ভাসছে যে তাকবির
তোর খালেস মনের ডাকটি শুনতে, প্রভু যে অধীর।
তোর মনের পশু কোরবানী দে, দাঁড়া এক কাতার
আজি ভেদাভেদটি ভুলে মনের, মুছে ফেল আঁধার।
তুই ভাগ করে আজ ঈদের খুশি, কাটা মনের সুখে
তোর অতীতকে তুই ভুলে মানুষ, টেনে নেরে বুকে।
বোকারে তোর পশু জবাই, কেমনেরে হয় বিধান!
তোর মনের পশু কোরবানী দে, সেটিই প্রভু চান।
পয়গম্বরতো নিজের সন্তান, দিয়েছেন কোরবান
ইসমাইলকে বাঁচিয়ে দিছেন,  প্রভু মেহেরবান।
মালিক চান তাঁর হুকুম পালন, প্রিয় বস্তুর ত্যাগ
তোর বেলায়তো ভিন্ন নয়রে, বিধান খুলে দেখ।
তুই ধনী গরীব ভেদ না করে, কররে কোলাকোলি
নিয়তটি তুই সরল কর আজ, ঘুচবে মনের কালি।
আজ পশু জবাই উছিলা করে, কররে তুই ক্রন্দন।
আজি মানুষকে তুই ভালোবেসে, দৃঢ় কর বন্ধন।
আশপাশে আজ কতো মানুষ,  কষ্টে কাটায় দিন
তোর মুক্ত হাতটি বাড়িয়ে দেরে, শুধরে প্রভুর ঋণ।
মালিক তোরে অনেক দিয়েছে, প্রভু কি খায় ধন!
প্রভুর নজর তোর ভেতর পানে,  পরখ করে মন।
ঘুমের ঘোরে থাকিসনে আর,  দুনিয়াদারীর টানে
নিজেকে আজ বিলিয়ে দেরে, আপন প্রভু পানে।
ধন নিয়ে  তুই কোথায় যাবি,  দুনিয়া প্রভুর খেলা
যাবি যে তুই  খালি হাতে,  ভাঙবে সুখের মেলা।