অতীতের নির্যাস বেচে খাওয়া কুলিন
বোকা সুখ পেতে গিয়ে নিসর্গকে কাঁদায়,
তাই আজকাল পিতৃ-মাতৃহীন এতিম যুগ
এগিয়ে চলছে বধির উদ্দেশ্যহীন গন্তব্যে।
নিজের সত্যের কোন মানদণ্ড না থাকায়
বিগত আবেগের প্রলেপ মেখে নতজানু শুয়োর
জীবনকে চুষছে গায়ে একগাদা কলঙ্ক নিয়ে।
তাদের শিকার হয়ে-
সমস্ত সমীহ বিসর্জন দিয়ে এখন ফতুর মাহাত্মারা;
আর বিপ্লবের পৃষ্ঠাগুলোকে বিচ্ছিন্ন করে জমা করছে
কৃঞ্চপক্ষের ডানায়।