আমি স্বপ্নের ভাঙ্গা টুকরো অংশগুলো কুড়িয়ে
কুঁচকে যাওয়া আত্মবিশ্বাসকে নতুন করে গড়তে চাইছি,
এক দশক আগে প্রকাশিত
আমার স্বাস্থ্যকর অতীতের পান্ডুলিপির গায়ে
বিচ্ছিন্ন অক্ষর লেপ্টে দিয়েছে ছদ্মবেশী মুখোশ;
সেই থেকে গুটিসুটি পায়ে আজ অবদি
ছোট ছোট ঢেউয়ের বৃত্ত ভেঙ্গে এগিয়ে যাচ্ছে জীবন।

আমি প্লাস্টার করা হাসি উপহার দিতে পারিনা বলে,
অথবা চোখের জলে
পাপকে ধুয়ে ফেলার মুরোদ নেই বলে,
কিংবা অপরিচিত উত্তেজনাকে এড়িয়ে চলি বলে,
প্রায়ই আমার ভাঙা ইমেজের একটি স্তূপ
ফাঁস করে দেয় আমার বোকা পরিকল্পনা;
তাতে করে অক্ষম সাহসের প্রবেশদ্বারে দাঁড়িয়ে
অযৌক্তিক ত্রুটি তালাশ করে তৃষ্ণার্ত অপরাধী।