তোমার কাচের  সমুদ্রের নীল জলেও
তীর খুঁজে পাইনি,
অ্যান্টার্কটিকা আইসবার্গে
জাগতিক সুখের উলুধ্বনি,
তরুণ সূর্য থেকে আছড়ে পড়ে এঞ্জেল রে।


অথচ আমি কেবল আবর্তিত সময়ের পৃথিবী দেখি।
তুমি চৌকস যোদ্ধা
আমি বেদখল যুদ্ধচর্চার প্রান্তর
তাতে কী? আসবই অন্তত একবার
আমার আরক্তিম ঠোঁটে নিয়ে সমস্ত মিহি জাফরান,
চুম্বনে ফিরিয়ে দেব রক্তের স্বাদ
যদিও এক জীবনে থাকতেও পারে
ত্রিভুজ প্রেমের পটভূমি।    


স্মরণ গলি পথে তাকালে  
দেখি আলোর সরলরেখায়
নিষ্প্রভ ছায়ার হাতে উদ্ধত তলোয়ার
রঞ্জিত করে আমার সফেদ কার্পাস।
আমি কল্পনাবিলাসী
তাই সায়েন্স ফিকশন মুভির আগামী হয়ে
তোমার বুকে লুণ্ঠিত পৃথিবী খুঁজি।
সংসার, মানুষ, সৃষ্টি অঙ্কের হিসেব মতো
বৃত্তের ভিতরে ঘোরে গ্রহ-উপগ্রহ,
টর্নেডো, ফিংগারপ্রিন্ট, ডিএনএ
সব একই সিম্বলিক সার্কেলে,
বৃত্ত থেকে আসবই এক চন্দ্রকল্লোল রাতে
পরিত্রাণের ছাড়পত্র নিয়ে।